04 December 2020

অবস্থা সংকটাপন্ন, আইসিইউতে অ্যাটর্নি জেনারেল

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Friday, September 18, 2020
  • 67 বার

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুকে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্তই মাহবুবে আলমের শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেলের গায়ে জ্বর আসা শুরু হয়। এসময় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেয়া হয়।

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy