03 December 2020

কবিতা….তোমার প্রতীক্ষায়

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Saturday, October 24, 2020
  • 63 বার

তোমার প্রতীক্ষায়
–দিদারুল আলম দিদার

এ মন আমার তোমায় যে চায়…
আকুল অপেক্ষায়।
তাকিয়ে থাকি কোনো…
আজানা আশায়
দেখা পাব তোমার…
এই শান্তনায়।
জানালা পাশে দাঁড়িয়ে তোমায়
ভাবনার ক্ষণে…
দৃষ্টি চলে যায়….
আকাশের সীমাহীন ওই..
নীল সীমানায়।
পত্রহীন বৃক্ষের মতোই আমার..
ভালোবাসা ক্ষয়ে ক্ষয়ে যায়..
শুধুই তোমার প্রতীক্ষায় ।
………… …. ……
…………………….

“ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অনূভুতির অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশই হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়……..!!
বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, বাড়িতে কোনো পোষ্য প্রাণীর বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে… এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও।
অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।
ভালোবাসা ব্যাপক ও বিস্তৃত অসীম এক বিষয়….

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy