20 January 2021

কবিতা: প্রতীক্ষা

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Friday, September 18, 2020
  • 87 বার

প্রত্যাশা আর প্রাপ্তি-
এ যেন অফুরন্ত এক রেল লাইন।
সমান্তরাল বয়ে চলে-
তারপরও প্রত্যাশার পেখম মেলে
প্রতীক্ষা করে থাকি।
যদি একটি বারও সে এসে ধরা দেয়
বলে, আর ঘুমিও না।
জেগে ওঠো এবার।
সত্যের মুখোমুখি দাঁড়াও,
যারা পিছু কথা বলে-
তাদের মুখে থু থু দাও।
ধিক্! যত সব নরপিশাচ!!
মানুষকে ভালোবেসে অমর হও।
শুধু পথ চেয়ে আছি
ভোরের সোনালি রোদের মত-
কুৎসিত অন্ধকার ঢেকে দিতে
সে যদি কখনও আসে।
শুধু তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকি।।

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy