18 September 2020

মেহেরপুর-২ আসনের এমপি করোনায় আক্রান্ত

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Friday, August 14, 2020
  • 3 বার

মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের ছয়জনসহ জেলায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০১ জন।মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ২৪ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৪ টি নেগেটিভ এসেছে।

আক্রান্ত ১০ জনের মধ্যে এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের আরো ছয়জনসহ গাংনী উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ২ জন ও মুজিবনগর উপজেলায় ১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, এ পর্যন্ত মেহেরপুর জেলার মোট ৩০১ জন আক্রান্ত হন। যার মধ্যে ১৬৩ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৮ জন। আর বাকি ১৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy |