30 October 2020

ম্যানচেস্টারের বিপক্ষে নামতে প্রস্তুত নেইমার: পিএসজি কোচ

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Saturday, October 17, 2020
  • 27 বার

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ টমাস তুখেল জানিয়েছেন, চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামতে প্রস্তুত রয়েছেন নেইমার।

শুক্রববার লিগ ওয়ানের ম্যাচে নিমের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপের জোড়া গোল করেন। একটি করে গোল তুলেছেন আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি ও পাবলো সারাবিয়া।

এই জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্যারিসের দলটির কোচ।

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে অংশ নেন নেইমার। দুর্দান্ত পারফরমেন্স করে আন্তর্জাতিক ডিউটি শেষে ফিরলেও মাঠে নামেননি সাম্বা ফরোয়ার্ড। কোচ জানালেন আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

টমাস তুখেল বলেন, ‘নেইমারের কোনও সমস্যা নেই। তার সঙ্গে কথা বলেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ম্যানচেস্টার। ওই ম্যাচেই পাওয়া যাবে ২৮ বছর বয়সী এই তারকাকে।

পিএসজি বস বলেন, ‘আগামী দিন থেকেই আমারা তাকে অনুশীলনে পাচ্ছি। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তুতি নেয়া হবে। আর হ্যাঁ অবশ্যই মাঠেও নামতে দেখা যাবে তাকে।’

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy