20 January 2021

সৌদিতে আবারও খুলেছে সিনেমা হল

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Thursday, December 3, 2020
  • 38 বার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে গেলো কয়েক মাস বিনোদন কার্যক্রম বন্ধ ছিল সৌদি আরবে। আবারও দেশটিতে চালু হলো সিনেমা হল। গেলো রোববার সন্ধ্যায় জেদ্দায় চালু হয়েছে ভক্স সিনেমা হল।

সৌদি আরবের ১১তম সিনেমা হল এটি। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সৌদি নাগরিকদের চলচ্চিত্র বিনোদন দেবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

এর আগে করোনার জন্য তিন মাসের বেশি সময় ধরে সৌদি আরবে লকডাউন ছিল। ভক্স সিনেমা জানায়, মূলত চলচ্চিত্র সম্প্রসারণের লক্ষ্য থেকেই এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

লকডাউন তুলে নেয়ার পর হতে সিনেমা হলে দর্শনার্থী বাড়ছে বলেও জানান সৌদি আরবের মাজিদ আল-ফুটেইম ভেনচারসের প্রধান মোহাম্মদ আল হাশিমি।

তিনি বলেন, করোনায় অন্যসব খাতের মতোই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। মহামারি নিয়ন্ত্রণে আনতে সরকার ও আমাদের উভয়ের ভূমিকা থাকতে হবে। আমাদের কাজ এখন সিনেমা হলে দর্শকদের আস্থা ফিরিয়ে আনা। আমার মতে, এই আত্মবিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে।

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy