18 September 2020

২৪ ঘণ্টায় বাংলাদেশে মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬

  • চ্যানেল১৯.নিউজ
  • আপডেট: Friday, August 14, 2020
  • 3 বার

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১২ হাজার ৮৫৬টি টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষা করেও দেশে নতুন করে ২ হাজার ৭৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭১হাজার ৮৮১ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের ১৫৯তম দিনে মরণঘাতি এই ভাইরাসের মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৩৪ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯১ জনে।করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

All Right Reserved by © 2017-2020 | Privacy Policy |